ময়মনসিংহে ব্যক্তির জমির উপর সরকারি রাস্তা
ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 07:52 PM BdST Updated: 26 Nov 2020 07:52 PM BdST
ময়মনসিংহের ধোবাউড়ায় ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণের উদ্যোগে ওই জমির মালিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষ্য, কাজ শুরু হওয়ার আগে কেউ কোনো অভিযোগ করেনি; এখন কিছু লোক জমির মালিক বলে দাবি করছে।
তবে জেলা প্রশাসক বিষয়টি ‘জানেন না’ উল্লেখ করে বলেন, কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন।
এদিকে, জমির মালিকদের একজন মামলা করার পর আদালত রাস্তার কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও শ্মশান ঘাট পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি। স্থানীয়দের অভিযোগ নির্মাণাধীন আধ কিলোমিটার রাস্তা সরকারি রাস্তা দিয়ে না নিয়ে ব্যক্তি মালিকানার জমির উপর দিয়ে নেওয়া হচ্ছে। এতে স্থানীয় কয়েকজনের প্রায় কোটি টাকার জমি হারাতে হচ্ছে বলে তাদের ভাষ্য।

তিনি বলেন, সম্প্রতি এলজিইডি জমির মালিকদের উদ্যোগে নির্মিত রাস্তার উপর পাকা রাস্তা নির্মাণ শুরু করেছে; যদিও পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করার মতো জায়গা রয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মতিউর রহমান।
জমির আরেক মালিক সোহেল ফকির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। বিষয়টি বারবার অবগত করার পরেও রাস্তার কাজ বন্ধ করা হয়নি।
“এলাকার সমস্ত লোকজন অবগত রয়েছে যে এটি আমাদের ব্যক্তি মালিকানার রাস্তা। তবুও সরকারি লোকজন আমাদের কোনো কথাই মানছে না।”
লুৎফর রহমান ফকির নামের আরেকজন বলেন, “এদিক দিয়ে রাস্তা নেওয়ার মতো যদি সরকারি জায়গা না থাকত তাহলে আমরা আমাদের জমি দিয়ে রাস্তা দিতাম, কোনো সমস্যা ছিল না। সরকারি জায়গা থাকা সত্বেও কেন আমাদের জমির উপর দিয়ে রাস্তা তা কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। আমাদের প্রায় কোটি টাকা ক্ষতি হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও জুলহাস উদ্দিন বলেন, তারা মতিউর রহমান ফকিরদের কাছ থেকে জমি কিনে ২৫ থেকে ৩০ বছর ধরে এখানে বসবাস করছেন। রাস্তাটি তারা ব্যক্তি উদ্যোগেই চলাচলের জন্য তৈরি করেছিলেন। এখন সরকারি জায়গা থাকতেও তাদের না জিজ্ঞেস করেই রাস্তা নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় জরিপকারী আবুল কালাম বলেন, এখানে কিছুদিন পরপর জমি বিক্রি হয়। তাই তাকে জমি মেপে দিতে হয়।
দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, নির্মাণাধীন রাস্তাটি ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসন ইচ্ছা করলেই তাদের জমি দিয়ে রাস্তা নিতে পারে।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক বলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদের কিনা তার জানা নেই। তবে চলাচলের সুবিধার জন্য ১৫-২০ বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে কিছু মাটি কাটা হয়েছিল। তার ধারণা রাস্তাটি ব্যক্তি মালিকানার।
তিনি বলেন, “এই নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে ইউএনও স্যারকে সার্ভেয়ার দিয়ে রাস্তা মাপানোর সুপারিশ করা হলেও তিনি কর্ণপাত করেননি। ইউএনও স্যার উদ্যোগ নিলেই বিষয়টির সুন্দর একটি সমাধান হতে পারত।”

ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, উপজেলার সকল উন্নয়ণমূলক কাজে ইউএনওর তদারকি করার সুযোগ রয়েছে। রাস্তা নির্মাণে জটিলতা সৃষ্টি হওয়ায় ইউএনওকে সমাধানের জন্য বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু তিনি অজানা কারণে উদ্যোগী হননি।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিকুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কখনও কেউ বলেনি এটি ব্যক্তি মালিকানার রাস্তা। কাজ শুরু করার পর থেকেই একটি পক্ষ রাস্তাটি তাদের বলে দাবি করছে।
“আদালতের নির্দেশে আপাতত রাস্তার কাজ বন্ধ রয়েছে।”
ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান খান বলেন, দেশের সব জমির মালিক সরকার। সেই অনুযায়ী জেলাতে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল জমির মালিক।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সরকারি রাস্তা রেখে ব্যক্তি মালিকানার জমি দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে তিনি অবগত নন। কেউ যদি লিখিত অভিযোগ করে তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে করা মামলার আইনজীবী ইসলাম উদ্দিন খান জানান, গত ১২ নভেম্বর সোহেল ফকির বাদী হয়ে একটি মামলা করেছেন। এই মামলায় আদালত রাস্তা নির্মাণ বন্ধ রাখার আদেশ দিয়েছে। আগামী রোববার এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’