নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2020, 10:46 AM
Updated : 26 Nov 2020, 10:46 AM

বৃহস্পতিবার দুপুরে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর বিশ্বাসের জানাজা সম্পন্ন হয়।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।  

জানাজায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত ১৮ নভেম্বর জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ওইদিনই নড়াইল থেকে ঢাকায় নেওয়া হয়। 

আওয়ামী লীগের দলীয় দায়িত্ব ছাড়াও মেয়র জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবেও প্রায় ২৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।