শার্শায় শীতের সবজির ‘বাম্পার ফলন’, দামে খুশি চাষি
বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 11:46 AM BdST Updated: 26 Nov 2020 11:46 AM BdST
যশোরের শার্শা উপজেলায় শীতের সবজির বাম্পার ফলন হয়েছে; এর সঙ্গে ভালো দাম ও ক্রেতার চাহিদা বেশি থাকায় হাসি ফুটেছে এ অঞ্চলের চাষিদের মুখে।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, চলতি বছরে বন্যা, ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে ধান, পাট ও শাক-সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব ক্ষতি পূষিয়ে নিতেই শীতকালীন সবজির চাষ বেড়েছে। আর আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শীতের সবজির ফলনও ভালো হয়েছে।

এদিকে শার্শার বিভিন্ন মাঠের সবজি ক্ষেত ও বাজার ঘুরে তরতাজা লাউ, কুমড়া, শিম, বেগুন, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লালশাক, মুলা শাক, পালং শাক, সবুজ শাক,ডাটা শাক,টমেটো, গাজর, পটল, লতিকচু, মানকচু, ঢেড়স, বরবটি, চিচিংগা, সীম, উচ্ছে, করলা, বেগুন, মরিচ ও পেঁপেসহ নানা রকম তরতাজা সবজি দেখা গেছে।

এদিকে বাগআচড়া.নাভারণ ও বেনাপোল বাজারে গিয়ে দেখা গেছে, কৃষক ও ব্যবসায়ীরা সবজি আহরণ ও বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন।
যদুনাথপুর গ্রামের গোলাম মোস্তফা ৫০ শতাংশ জমিতে কপি চাষ করেছেন। সার, বীজ ও অন্যান্য মিলিয়ে তার প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।
তবে এ মৌসুমে প্রায় লাখ টাকার কপি বিক্রি করতে পারবেন বলে আশা মোস্তাফার।

তিনি বলেন, “এ পর্যন্ত আমার খরচ হয়েছে ২২ হাজার টাকা; খরচ বাদে এরই মধ্যে ১৫ হাজার টাকা লাভ হয়েছে। আর বাজারে ব্যাপক চাহিদা থাকায় দামও ভাল পেয়ে আমি খুশি।”
কায়বা রাড়িপুকুর গ্রামের জোহরা খাতুন অন্যান্য সবজির পাশাপাশি ২৫ শতাংশ জমিতে শুধু লাউ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা।

নাভারন বাজারের আড়ৎদার মনির হোসেন টিক্কা বলেন, “শীতের সবজিতে বাজার সয়লাব হয়ে গেছে। কিছুদিন আগেও দাম ক্রেতার নাগালের বাইরে ছিল। সরবরাহ বাড়ায় দাম কমেছে; এতে ক্রেতারা খুশি।
ওই এলাকা থেকে দৈনিক অন্তত ২০ ট্রাক সবজি রাজধানিতে যাচ্ছে বলে তিনি জানান।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মায়, দুঘন্টা পর উদ্ধার
-
বাংলাদেশের ২০ জেলেকে ‘নির্যাতনের পর’ ছাড়লো মিয়ানমার
-
ব্রাহ্মণবাড়িয়ার সেই সমাজসেবা কর্মকর্তাকে বদলি
-
চাঁদপুরে ৫০ বছর পর সুন্দরী খাল সংস্কার
-
জয়পুরহাটে ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪
-
বরিশালে আ.লীগ নেতাকে ‘মারধর,’ থানা ঘেরাও করে প্রতিবাদ
-
চাঁদপুরের মতলব উত্তরে সাত স্থানে ১৪৪ ধারা জারি
-
সাভারে ছয় ফার্মেসির প্রায় ৩ লাখ টাকা জরিমানা
-
রাজশাহীতে সার্জেন্টের ওপর হামলা, যুবক গ্রেপ্তার
-
পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মায়, দুঘন্টা পর উদ্ধার
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
চাঁদপুরে ৫০ বছর পর সুন্দরী খাল সংস্কার
-
‘ভিক্ষুক’ তালিকায় স্ত্রী-মেয়ের নাম দেওয়া আ. লীগ নেতাকে সম্মাননা: সমাজসেবার উপ-পরিচালক বদলি
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প