ঠাকুরগাঁওয়ে চিকিৎসা সরঞ্জামসহ একজন আটক

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কিছু চিকিৎসা সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 07:18 PM
Updated : 25 Nov 2020, 07:18 PM

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে থেকে তাকে আটক করার পর থানায় দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত রুহুল আমিন (৪৫) ওই সদর হাসপাতালের জুনিয়র স্বাস্থ্য শিক্ষাবিদ পদে কর্মরত। দিনাজপুরের নবাবগঞ্জ থানার ভাদুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআইএর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই হাসপাতালের সামনে অভিযান চালানো হয়। সার্জিক্যাল হ্যান্ড গ্লভস, ক্রেপ ব্যান্ডেজ ও স্লাইন সেটসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মালের আনুমানিক দাম ২৬ হাজার টাকা।

তিনি বলেন, “এ ঘটনায় নিয়মিত চুরির মামলা দায়ের করার জন্য সদর থানার ওসিকে বলা হয়েছে।”

তবে আটক রুহুল আমিনের দাবি, এসব মাল তিনি হাসপাতালের বারান্দায় পড়ে থাকা অবস্থায় পেয়েছেন।