কক্সবাজারের ৯ জেলেকে ফেরত দিল মিয়ানমার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নয় জেলেকে ১৫ দিন পর ফেরত দিয়েছে মিয়ানমার।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 02:33 PM
Updated : 25 Nov 2020, 02:33 PM

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বুধবার বেলা ১১টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর ১ নম্বর এন্ট্রি-এক্সিট পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাদের ফেরত দিয়েছে।

গত ১০ নভেম্বর এই জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। সে সময় বিজিপি তাদের ট্রলারসহ ধরে নিয়ে যায়।

জেলেরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার গোলাম হোসেনের ছেলে মো. নুরুল আলম (৩৮), ছৈয়দ হোসেনের ছেলে মো. ইসমাঈল ওরফে হোসেন (১৯), আব্দুস সালামের ছেলে মো. ইলিয়াছ (২১), মোহাম্মদ জাকারিয়ার ছেলে মো. ইউনুছ (১৬), সৈদুর রহমান ওরফে ভুলু মাঝির ছেলে মোহাম্মদ আলম ওরফে কালু (১১), ছলিম উল্লাহ’র ছেলে মো. সাইফুল (১৭),বশির আহমেদের ছেলে সলিম উল্লাহ (২৫),শাহ আলমের ছেলে নুর কামাল (১৩) ও রহিম উল্লাহর ছেলে মো. লালু মিয়া (২৩)।

বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক হয়েছে।