মাগুরায় ক্লিনিক বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

নানা অনিয়মের অভিযোগে মাগুরা শহরে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 12:02 PM
Updated : 25 Nov 2020, 12:02 PM

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে ‘মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ এই আদালত পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট ইমরান বলেন, মাগুরা সদর হাসপাতালের পূর্ব পাশে আবাসিক এলাকায় নানা অব্যস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামে প্রাইভেট ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল।

“ভ্র্যামমাণ আদালত পরিচালনার মাধ্যমে ক্লিনিকটি বন্ধ ঘোষণা ও এর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।”

তিনি জানান, অভিযানের সময় মালিক পক্ষ না থাকায় তাদের কোনো জেল-জরিমানা করা সম্ভব হয়নি। তবে এই সময় উপস্থিত এক নারী কর্মচারীকে আগামী দুইদিনের মধ্যে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।