নরসিংদীতে ডাকাতির পর ধাওয়া করে দুইজনকে পিটিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020 04:51 PM BdST Updated: 25 Nov 2020 04:51 PM BdST
নরসিংদীর শিবপুরে তিন বাড়িতে ডাকাতির ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে সন্দেহভাজন দুইজনকে পিটিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান।
নিহতদের মধ্যে একজন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমলপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়া (৩০); অন্যজনের পরিচয় পুলিশ জানতে পরেনি।
ঘটনাস্থল থেকে মানিক মিয়া (২৫) নামে আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক কালাম জানান, ১০-১৫ জন ডাকাতের একটি দল রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে হানা দেয়। তিন বাড়ি থেকে কয়েক লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।
ডাকাতির সময় হারুনের বাড়িতে চিৎকার-চেঁচামেচি হলে গ্রামের পাহারাদাররা সতর্ক হয়ে যায়। ডাকাতরা পালানোর সময় পাহারাদাররা তাদের ঠেকানোর চেষ্টা করে।
“ততক্ষণে গ্রামের লোকজন সেখানে জড়ো হয় এবং তারা ধাওয়া করে পাশের যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে তিনজনকে ধরে পিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, একজনকে পরে আহত অবস্থায় আটক করে পুলিশ।”
নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
-
ফরিদপুরে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত
-
রাজশাহীতে শ্লীলতাহানির অভিযোগে একজন গ্রেপ্তার
-
রাতভর বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি সচল
-
কুষ্টিয়ায় সরিষাক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার
-
রংপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
-
রাঙামাটিতে দুই যুবকের আত্মহত্যা
-
পিরোজপুরে আসামিপক্ষের হামলায় ৫ পুলিশ আহত
-
চা উৎপাদনে চট্টগ্রামকে হটিয়ে দ্বিতীয় উত্তরের পাঁচ জেলা
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- প্রথম আঘাত মুস্তাফিজের
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের