নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জাহাঙ্গীরকে অব্যাহতি
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 08:42 PM BdST Updated: 24 Nov 2020 08:42 PM BdST
আওয়ামী লীগকে ‘স্বাধীনতা বিরোধী দল বলায়’ দলটির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে দলের জেলা সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
জাহাঙ্গীর আলমের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, “জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘স্বাধীনতা বিরোধী’ দল বলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।
“২১ নভেম্বর আপনার দেওয়া বক্তব্য ক্ষমার অযোগ্য, যাহা বিভিন্ন গণমাধ্যমের বরাতে ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।”

জাহাঙ্গীর আলম
এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমি বক্তব্য দিতে গিয়ে ভুলবশত আওয়ামী লীগকে ‘স্বাধীনতা বিরোধী’ দল বলে ফেলেছি। এই ভুলের জন্য আমি জাতির কাছে ও দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছি। তারপরও তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
গত শনিবার [২১ নভেম্বর] বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগকে ‘স্বাধীনতা বিরোধী’ দল বলে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। পরদিন বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।
এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জাহাঙ্গীর আলম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ