নীলফামারীতে চলন্ত অটোরিকশায় ‘ধর্ষণের চেষ্টা’, গ্রেপ্তার ২
নীলফামারী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 06:12 PM BdST Updated: 24 Nov 2020 06:12 PM BdST
নীলফামারীর ডোমারে চলন্ত অটোকিশায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই যানের চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডোমার-আমবাড়ি সড়কের ভেলেঙ্গার ডারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মফিজপাড়া গ্রামের ইউনুস আলী (৪৮) এবং অটোরিকশা চালক একই এলাকার কামাল ইসলাম (২০)।
মামলার বরাত দিয়ে ডোমার থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহবধূ ডোমার রেলওয়ে স্টেশন থেকে উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি মুন্সিপাড়া শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। এই সময় ওই অটোরিকশা চালক তার সহযোগী ইউনুসকে সঙ্গেও নেন।
“ডোমার-আমাবাড়ির নির্জন সড়ক ধরে কিছুদূর যাওয়ার পর একটি স্থানে প্রথমে চলন্ত অটোরিকশায় তাকে ধর্ষণের চেষ্টা করেন।”
পরিদর্শক মোস্তাফিজার রহমান আরও বলেন, কিছুদূর যাওয়ার পর ভেলেঙ্গার ডারা এলাকায় রাস্তার পাশে একটি দোকানে কিছু মানুষ দেখতে পান ওই গৃহবধূ। তখন তিনি গাড়ি থেকে লাফ দেন এবং চিৎকার শুরু করেন।
এরপর এলাকাবাসী গিয়ে চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশে খবর দেয়, বলেন মোস্তাফিজার।
পরিদর্শক মোস্তাফিজার রহমান আরও জানান, এই ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ