মৌলভীবাজারে সাপে কাটা চা শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ
মৌলভীবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 05:00 PM BdST Updated: 24 Nov 2020 05:05 PM BdST
মৌলভীবাজারে চিকিৎসায় অবহেলার কারণে সাপের কামড়ে এক চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলায় ফিনলে চা বাগানের ফুলছড়া অফিসের সামনে এ বিক্ষোভ করে। এ সময় ৬টা থেকে সকাল সাড় ৮টা পর্যন্ত শ্রীমঙ্গল-কালীঘাট সড়কে যান চলাচল বন্ধ থাকে।
প্রয়াত রঞ্জন গোয়ালার (৪৫) বাড়ি উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানে।

বালিশিরা ডিভিশনের জিএম সৈয়দ সালাউদ্দিন জানান, শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে সাথে সাথেই তিনি ঘটনাস্থলে যান। শ্রমিক নেতাদের নিয়ে রঞ্জনের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে লাশ সৎকারের ব্যবস্থা করেন।
কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, বাগানের হাসপাতালে চিকিৎসার অবহেলায় সাপের কামড়ের রোগীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকালে শ্রমিকরা উত্তেজিত হয়ে শ্রীমঙ্গল ফিনলে চা বাগানের ফুলছড়া অফিস ভাংচুর করে।এ সময় তারা রাস্তা বন্ধ করেও রাখে।
বাগানের বাসিন্দা সুধীর গোয়ালা জানান, গত শুক্রবার ফুলচড়া কালিটিলার নিচে বাগানের কাজ করার সময় রঞ্জন গোয়ালাকে সাপ কাটে।

তিন দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় রঞ্জনের মৃত্যু হয়।
তিনি জানান, হাসাতালের চিকিৎসকরা ‘সময় মতো চিকিৎসা না করায় মৃত্যু হয়েছে’ বলেছেন, এমন কথা ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে মঙ্গলবার সকালে লাশ নিয়ে মিছিল করে।
এদিকে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী জানান, বাগানের হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন থাকার কথা নয়। বিষয়টি তিনি দেখবেন।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’