তাজরীনে অগ্নিকাণ্ডের আট বছর: নিহতদের ফুলেল শ্রদ্ধা

ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের আট বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2020, 06:42 AM
Updated : 24 Nov 2020, 06:42 AM

মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার এ তৈরি পোশাক কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুনে সরকারি হিসাবে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। এ অগ্নিকাণ্ডে আহত হন আরও দেড় শতাধিক শ্রমিক।

সকালে সেখানে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম ইন্সটিটিউট, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, গার্মেন্টস ওয়ার্কার্স টেইলার্স লীগসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তপন সাহা বলেন, “নিহত শ্রমিকদের পরিবার এবং আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেয়নি সরকার ও বিজিএমইএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

“এখনো ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে।”

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ২৪ নভেম্বর আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেইটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার আট বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি।

এছাড়া গত দুই মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনে প্রায় অর্ধশত শ্রমিক দাবি আদায়ে অনশন করলেও সরকার ও সংশ্লিষ্টরা তাদের দাবিতে সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।