মোংলায় মায়ের পাশে শায়িত জাবি শিক্ষক হিমেল বরকত

বাগেরহাটের মোংলায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক কবি হিমেল বরকত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 03:57 PM
Updated : 23 Nov 2020, 05:11 PM

সোমবার সকাল ১০টায় মিঠাখালী গ্রামের ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানাজায় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আব্দুর রহমানসহ স্থানীয় সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

হিমেল বরকতের চার ভাই ডা. মুহাম্মদ সাইফুল্লাহ, আবির আব্দুল্লাহ, সুবির ওবায়েদ, সুমেল সারাফাত ও তাদের ভগ্নিপতি মাহমুদ হাসান ছোট মনিও জানাজায় অংশ নেন। 

ভাই সুমেল সারাফাত বলেন, জানাজা শেষে হিমেল বরকতকে পারিবারিক করবস্থানে মায়ের পাশে দাফন করা হয়েছে। তিনি তার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

৪২ বছর বয়সী ড. হিমেল বরকত ছিলেন প্রয়াত কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ছোটো ভাই।