কিশোরগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

কিশোরগঞ্জে এক হত্যা মামলায় বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 08:57 AM
Updated : 23 Nov 2020, 08:57 AM

সোমবার আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৫০) রিমান্ডে নেওয়ার আবেদনের উপর শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আল মামুন এ আদেশ দেন বলে জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা।

এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান জানান, গত ১১ নভেম্বর রাতে বাজিতপুর পৌর এলাকার পশ্চিম বসন্তপুর সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল আওয়ামী লীগ নেতা মামুনকে গ্রেপ্তার করে।

১৫ নভেম্বর এ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

২০১৭ সালের ২৭ জুন ঈদের রাতে বাজিতপুর পৌরসভার পশ্চিম বসন্তপুরের এক ভাড়া বাসায় ওমর চান ওরফে সাচ্চু (৩২) নামে এক ব্যক্তির ওপর হামলা হয়। গুরুতর আহত সাচ্চু এর দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত পোল্ট্রি ফিড ব্যবসায়ী সাচ্চু উপজেলার বলিয়াদী ইউনিয়নের শিমুলতলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

এ ঘটনায় সাচ্চুর ভাই জামাল মিয়া বাদী হয়ে একজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত কর্মকর্তা জানান, তবে পিবিআই’র তদন্তে জড়িত প্রমাণ পাওয়ায় নান্টু মিয়া (২৮) ও আল-আমিন (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নিহত সাচ্চুর ছোট ভাই লায়েছ মিয়ার (২৮) সাথে আব্দুল্লাহ আল মামুনের বিরোধ থাকার কথা বলেন।

আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে দুই লাখ টাকার বিনিময়ে লায়েছ মিয়াকে খুন করতে যান তারা। তবে বিছানায় মশারির ভেতর ঘুমন্ত সাচ্চুর উপর ভুলবশত হামলা চালান বলে স্বীকার করেছেন তারা বলে পুলিশ জানায়।