খুলনায় ‘অতিরিক্ত মদপানের’ পর একজনের মৃত্যু

খুলনায় ‘অতিরিক্ত মদপানের’ পর একজন মারা গেছেন। এছাড়া আরও দুইজন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 06:48 PM
Updated : 22 Nov 2020, 06:48 PM

জেলার পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, রোববার রাত ৮টার দিকে নবদ্বীপ হালদার (২৪) নামে এই ব্যক্তি মারা যান। 

নবদ্বীপ জেলার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের বিকাশচন্দ্র হালদারের ছেলে।

এছাড়া এ ঘটনায় আরও দুইজন অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি এজাজ।

তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “যশোরে একটি বিয়ের দাওয়াতে গিয়ে তিন বন্ধু অতিরিক্ত মদ পান করেন। পাইকগাছায় ফিরে তারা তিনজনই অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় নবদ্বীপ মারা যান।”

মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।