কিশোরগঞ্জে হত্যার দায়ে নারীকে যাবজ্জীবন

কিশোরগঞ্জে ধর্ষণচেষ্টার সময় এক ব্যক্তিকে হত্যার দায়ে নারীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 12:10 PM
Updated : 22 Nov 2020, 03:31 PM

এছাড়া তার ভাইকে সাত বছরের দণ্ড দিয়েছে একই আদালত।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম রোববার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বিলপাড়ার দুবাই প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৯) ও ময়নার ভাই মনির হোসেন (২৫)।

এছাড়া ময়না আক্তারকে দুই লাখ টাকা আর মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৪ অগাস্ট রাতে স্বামী প্রবাসে থাকার সুযোগে ময়না আক্তারের ঘরে ঢুকে মিজানুর রহমান খোকন নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ময়না আক্তার খাটে মশারি টানানোর রশি দিয়ে মিজানের গলা পেঁচিয়ে টান দেন। এতে মিজানের মৃত্যু হয়।

মিজানুর রহমান খোকন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বিলপাড়া পাঞ্জেগানা মসজিদের ইমাম ছিলেন।

পরে মোটরসাইকেলে করে বস্তায় ভরে লাশ গুম করার চেষ্টা করেন ময়নার ভাই মনির।

এ ঘটনায় নিহত মিজানের বড় ভাই মো. নূরুল হক অজ্ঞাতদের আসামি করে কুলিয়ারচর থানায় মামলা করেন।

পুলিশ ময়না আক্তার ও তার ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করলে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ময়না আক্তার।  মামলার তদন্ত কর্মকর্তা কুলিয়ারচর থানার এসআই মো. কোহিনূর মিয়া ২০১৭ সালের ২৪ এপ্রিল ময়না আক্তার ও তার ভাই মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী। আসামিপক্ষে ছিলেন আব্দুল কুদ্দুস।