জাবি শিক্ষক কবি হিমেল বরকতের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি হিমেল বরকত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 06:06 AM
Updated : 22 Nov 2020, 06:47 AM

রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার সহকর্মী অধ্যাপক সাজ্জাদুল ইসলাম জানিয়েছেন।

অধ্যাপক হিমেল বরকতের বয়স হয়েছিল ৪২ বছর। তিনি কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।

সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরের দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সময় অধ্যাপক হিমেলের ‘হার্ট অ্যাটাক’ হয়।

“তার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরের অবস্থা আরো খারাপ হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু রোববার ভোর সাড়ে ৪টার দিকে সবাইকে কাঁদিয়ে হিমেল না ফেরার দেশে চলে যায়।”

পরিবারের বরাত দিয়ে অধ্যাপক সাজ্জাদ জানান, হিমেলের মরদেহ গোসলের জন্য মোহাম্মদপুরে আল-মারকাজুল ইসলামীতে নেওয়া হয়েছে। ধানমণ্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে কফিন।

বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস ক্লাবে আরেক দফা জানাজা শেষে অধ্যাপক হিমেলের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে যাবেন স্বজনরা। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।