রাজশাহীতে পাখির বাসার জন্য ক্ষতিগ্রস্তদের ৩ লাখ টাকা বরাদ্দ

রাজশাহীতে পাখির বাসার জন্য ক্ষতিগ্রস্ত পাঁচজনকে তিন লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 04:19 PM
Updated : 21 Nov 2020, 04:19 PM

রাজশাহীর বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, বাঘা উপজেলার খোর্দ বাউসা গ্রামের পাঁচজন আমবাগান মালিককে এই বরাদ্দ দিয়েছে সরকার।

কয়েক বছর ধরে শামুকখোল পাখি বাচ্চা ফুটানোর জন্য ওই গ্রামের আমবাগানে বাসা বাঁধে। গত বছর অক্টোবরের শেষে পাখি বাচ্চা ফুটানোর পর ওই বাগানের অনেক বাসা ভেঙে ফেলা হয়। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলে জারি করে উচ্চ আদালত।

জেলা প্রশাসন পাখির বাসার কারণে ক্ষতিগ্রস্ত ৩৮টি আমগাছ চিহ্নিত করে ৩ লাখ ১৩ হাজার টাকা ক্ষতির পরিমাণ নির্ধারণ করে।

পরিদর্শক জাহাঙ্গীর বলেন, শনিবার সকালে বন বিভাগের কর্মকর্তারা ওই গ্রামে গিয়ে যেসব আমবাগানে পাখির বাচ্চা হয়েছে, সেসব বাগানমালিককে অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন। 

বরাদ্দপ্রাপ্ত পাঁচজন বাগানমালিক হলেন ওই গ্রামের মঞ্জুর রহমান, সানার উদ্দিন, সাহাদত হোসেন, শফিকুল ইসলাম ও ফারুক আনোয়ার।