ইউএনওর ওপর হামলা: রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2020 08:43 PM BdST Updated: 21 Nov 2020 08:43 PM BdST
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমসহ তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
দিনাজপুরের আমলী আদালত ৭-এ শনিবার দুপুরে এই অভিযোগপত্র দেওয়া হয় বলে তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর জানান।
ঘোড়াঘাটে সরকারি বাসভবনে গত ২ সেপ্টেম্বর রাতে হামলা চালিয়ে ইউএনও ওয়াহিদা খানমসহ তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা হয়। তাদের প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউএনওর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ইউএনওর ভাই শেখ ফারদ উদ্দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর ঘোড়াঘাট থানায় মামলা করেন। মামলাটি গত ৫ সেপ্টেম্বর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।
তদন্ত কর্মকর্তা ইমাম জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদের চাকরিচ্যুত মালি রবিউল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তের আগে গ্রেপ্তার হওয়া চার আসামি আসাদুল, নবিরুল, সান্টু ও পলাশের সংশ্লিষ্ট পওয়া যায়নি। তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।
তদন্ত কর্মকর্তা বলেন, ফরেন্সিক এবং ডিএনএ প্রতিবেদনসহ বিভিন্ন আলামত প্রমাণ করছে ওই ঘটনার সঙ্গে রবিউল একাই জড়িত ছিলেন। মামলার তদন্তভার গ্রহণের ৭৫ দিনের মাথায় তদন্ত শেষ করে আদালতে অভিডেযাগপত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন
চাকরি থেকে বরখাস্ত হওয়ায় ইউএনওকে হত্যাচেষ্টা: পুলিশ
ইউএনওর উপর হামলার ঘটনায় পুলিশের তদন্তে ভিন্ন মোড়
ইউএনওর ওপর হামলাকারীদের উদ্দেশ্য ছিল ‘চুরি’: র্যাব
‘চুরির ঘটনা নয়, ইউএনওর উপর পরিকল্পিত হামলা’
গভীর রাতে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা
ইউএনওর ওপর হামলা: নিরপেক্ষ তদন্ত দাবি রবিউলের পরিবারের
-
কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ড
-
হাসিনার গাড়িবহরে হামলা: সাবেক এমপি কারাগারে, রায় ৪ ফেব্রুয়ারি
-
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
মুন্সীগঞ্জে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে বাইক আরোহী নিহত
-
কক্সবাজারে নসিমন-মাইক্রো সংঘর্ষে একজন নিহত
-
গাজীপুরে সোনার দোকানে চুরি
-
শরীয়তপুরে ‘জমির বিরোধ’, গুলিতে একজন নিহত
-
খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’