সাভারে চালের আড়তে অভিযান, জরিমানা আদায়

চাল বিক্রিতে ওজনে কম দেওয়া ও চালের জন্য পাটের বস্তা ব্যবহার না করায় ঢাকার সাভারে তিনটি পাইকারি আড়ৎকে প্রায় দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 02:22 PM
Updated : 21 Nov 2020, 02:22 PM

শনিবার বিকালে নামাবাজারে পাইকারি চালেরিআড়তে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভারের সবচেয়ে বড় পাইকারি বাজার নামা বাজারের কিছু চালের আড়ৎদার চাল বিক্রির সময় বস্তায় দেওয়া ওজন-ট্যাগের চেয়ে কম ওজন দিয়ে আসছিল।

“এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় লোকনাথ খাদ্য ভাণ্ডারকে ৫০ হাজার, শক্তি ভাণ্ডারকে ৫০ হাজার এবং পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার না করায় মেসার্স নুর ট্রেডার্সকে ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।”

এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।