কুষ্টিয়ায় সতর্ক করে ৪ কিশোরের জামিন

কুষ্টিয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার কিশোরদের জামিন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 10:39 AM
Updated : 21 Nov 2020, 10:39 AM

শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী ওই কিশোরদের অভিভাবকদের সতর্ক হওয়ার শর্তে এ জামিন দেন বলে আদালতের জিআরও উপ-পুলিশ পরিদর্শক নকিব উদ্দিন জানিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, গত বৃহস্পতিবার শহরের হাউজিং এলাকার চাঁদাগাড়া মাঠে সংগঠিত কিশোর অপরাধের অভিযোগে করা মামলা হয়।

এ মামলার আসামি তিন জনসহ চার কিশোরকে শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় তাদের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক অভিভাবকদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং মোবাইল ফোনে কী করছে এসব দেখাশোনার শর্ত দিয়ে তাদের জামিন দেয়।

গত বৃহস্পতিবার মারধরের একটি ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কুষ্টিয়া শহরের খোদাদাদ খান সড়ক থানাপাড়ার বাসিন্দা শামসুর রহমান তার ছেলেকে মারধর, হত্যার হুমকি ও হত্যা চেষ্টা অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

এতে পৃথক পৃথক স্কুলের অষ্টম শ্রেণি পড়ুয়া তিন কিশোরকে আসামি করা হয়।

এ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, সব সময় সবক্ষেত্রে আইন দিয়ে সবকিছু হয় না। এসব বাচ্চাদের যতদিন পর্যন্ত নিজের ভালো-মন্দের জীবনবোধ গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত এদের সব দায় কার্যত অভিভাবকদের উপর বর্তায়।