রায়হান হত্যা: আকবরের সিমকার্ড, কাপড় জব্দ

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর ভুঁইয়ার মোবাইল ফোন, সিমকার্ড ও কাপড় উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 05:49 PM
Updated : 19 Nov 2020, 05:49 PM

কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩৫ নম্বর পিলার এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীর  ছবিসহ এসব সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, “আকবর ভুঁইয়ার বেশ কিছু জামাকাপড়, তিনটি সিমকার্ড, দুটি মোবাইল ফোনসেট ও

এক নারীর ছবি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এগুলো পিবিআইকে দেওয়া হবে।”

গত ৯ নভেম্বর সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১১ অক্টোবর সিলেট শহরের আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ

হাসপাতালে তিনি মারা যান।

এই ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এখন পর্যন্ত আকবরসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আকবর, হাসান উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন