ফরিদপুরে ‘প্রতিপক্ষের এসিডে এক পরিবারের ৩ জন’ দগ্ধ

ফরিদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া এসিডে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 05:30 PM
Updated : 19 Nov 2020, 05:30 PM

এ ঘটনায় সদরপুর থানায় মামলার পর বৃহস্পতিবার পুলিশ তিন আসামিকে আটক করেছে বলে ওসি এসএম তুহিন আলী জানান।

সদরপুর ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের পরিমল দাস নামে এক ব্যক্তি সদরপুর থানায় এই মামলা করন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

আসামিদের তিনজন হলেন- ওই গ্রামের রাম কর্মকার, লক্ষণ কর্মকার ও সুশান্ত কর্মকার।

মামলায় অভিযোগ করা হয়েছে, ব্রাহ্মন্দী গ্রামের গোপাল দাসের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার রাতে গোপাল দাসের ওপর এসিড নিক্ষেপ করা হয়।

পরে গোপালের চাচা পরিমল দাস মামলা করেন।

পরিমল বলেন, দগ্ধ হয়েছেন গোপাল দাস (৩৫), তার ভাই বাপন দাস (২৮) ও ভাতিজা তপন দাস (৩০)। তাদের ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ তিন আসামিকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে বলে ওসি এসএম তুহিন জানিয়েছেন।