নীলফামারীতে ট্রাক্টর-বাইক সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

নীলফামারীতে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 03:39 PM
Updated : 19 Nov 2020, 05:08 PM

সদর থানার পরির্দশক মাহমুদ উন নবী জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি।

নিহত আব্দুল মান্নান শাহ্ মান্নু (৫৭)সদর উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

নিহত মান্নুর জামাতা শাহানুর আলম সানু বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে করে নীলফামারী শহরে জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি দেওয়ান মার্শালের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যাচ্ছিলেন মান্নু। পথে শখের বাজারে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে আহত হন তিনি। স্থানীয়রা তাকে নীলফামারী সদর হাসাপাতালে নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান তিনি।

ঘটনার পর থেকে ট্রাক্টরসহ চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পরির্দশক মাহমুদ উন নবী।

এদিকে জলঢাকা উপজেলায় বালাগ্রাম ইউনিয়নের চৌপথি এলাকায় অটোরিকশার ধাক্কায় ইসাহাক আলী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন জলঢাকা থানার পরির্দশক মোস্তাফিজুর রহমান।

ইসহাক ওই ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার ছকর মামুদের ছেলে। এ ঘটনায় অটোরিকশাচালক জাহিদুল ইসলামকে পুলিশ আটক করেছে পুলিশ।

স্থানীয়রা বলেন, জলঢাকা থেকে গোলমুণ্ডা যাওয়ার পথে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইসহাক আলীকে ধাক্কা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।