নরসিংদী জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা পদ হারালেন

কোন্দলের প্রেক্ষাপটে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 03:27 PM
Updated : 19 Nov 2020, 03:27 PM

বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে হিরু ও মতিনকে পদ থেকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানানো হয়নি।

সভাপতি নজরুলের সঙ্গে সাধারণ সম্পাদক মতিনের বিরোধ দীর্ঘদিনের।

এর মধ্যে সম্প্রতি নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সম্পর্কে হিরুর কটাক্ষমূলক একটি বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হলে তিনি চাপে পড়েন।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিরু গত সরকারে প্রতিমন্ত্রী ছিলেন। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা মতিন ভূইয়া জেলা পরিষদের চেয়ারম্যানের পদে রয়েছেন।