রুবেল-বরকতের অর্থ পাচার মামলায় এবার গ্রেপ্তার কাউন্সিলর

ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর শেখ মো. জলিল।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 02:08 PM
Updated : 19 Nov 2020, 02:08 PM

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের রেল স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান।

এই নিয়ে এই মামলায় ১১ জন গ্রেপ্তার হলো। এর আগে এই মামলায় ১০ জন গ্রেপ্তার হয়েছেন।

শেখ মো. জলিল (৪৮) শহরের লক্ষ্মীপুর মহল্লার প্রয়াত শেখ মো. আলাউদ্দিনের ছেলে। ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড (সাবেক ৭) আওয়ামী লীগের সভাপতি এবং একাধিকবারের পৌর কাউন্সিলর।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ফরিদপুর পৌরসভার নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জলিল।

ওসি মোরশেদ আলম বলেন, বরকত-রুবেল এর নামে দায়ের করা মানি লন্ডারিং মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার চাহিদা অনুযায়ী ওই মামলার আসামি হিসেবে জলিলকে গ্রেপ্তার করা হয়েছে।

বিকালেই জলিলকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে ঢাকার কাফরুল থানায় অর্থ পাচারের অভিযোগে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

এই মামলায় ওই দুই ভায়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।