ভারতীয় নায়িকা শ্রাবন্তীকে ‘আপত্তিকর বার্তা’, খুলনায় একজন গ্রেপ্তার

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 01:19 PM
Updated : 19 Nov 2020, 01:19 PM

গ্রেপ্তারকৃত মাহবুবর রহমান (৩৩) খুলনা শহরের সোনাডাঙ্গা থানার বকশিপাড়া রোডের শামসুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, মাহবুবরের বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। শ্রাবন্তী ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এর বিচার চান। এ ঘটনায় পুলিশ সোনাডাঙ্গা থানায় ১৬ নভেম্বর মামলা করে।

ওসি বলেন, তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এছাড়া আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ হেফাজতে দিয়েছে।

মামলার বাদী সোনাডাঙ্গা থানার এসআই মো. খালিদ উদ্দিন বলেন, “মাহবুবর রহমান শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময় কল করতেন। শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর প্রস্তাব লিখে মেসেজ দিতেন মাহবুব।”