রংপুরে সংবাদকর্মীর উপর পুলিশি হামলার প্রতিবাদ

এক সংবাদকর্মীর উপর পুলিশি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রংপুরের সাংবাদিকরা।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 07:39 PM
Updated : 18 Nov 2020, 07:39 PM

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের উদ্যোগে বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।

মঙ্গলবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেনডেন্ট টিভি’র ক্যামেরাপার্সন লিমন রহমানের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ সদস্যরা এই সংবাদকর্মীকে লাঠিপেটাসহ লাথি মেরে গুরুতর আহত করে। লিমন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস্ ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।

টিসিএ’র সভাপতি শাহ নেওয়াজ জনির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সহ-সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক রফিক সরকার, যুগ্ম সম্পাদক মানিক সরকার, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, কার্যকরী সদস্য জাভেদ ইকবাল, প্রেসক্লাবের সদস্য মাহবুবুল ইসলাম, টিসিএ’র সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জর্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সদস্য মঈনুল হক, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সাবেক সভাপতি আফতাবুজ্জামান হিরু, টিসিএ’র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক একেএম সুমন মিয়া, সদস্য আলী হায়দার রনি, ফুয়াদ হাসান, আসাদুজ্জামান আরমান, নুর মোহাম্মদ, নাজমুল হোসেন, আলমগীর হোসেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।

সমাবেশে পর রংপুর প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের ক্যামেরা রেখে ১ ঘণ্টার কর্মবিরতি পালন শেষে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।

এ ঘটনায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিক পেটানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এএসআই সায়েমকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ।

খবর পেয়ে মঙ্গলবার রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ্ কাওসার, উত্তম প্রসাদ পাঠক।

সংবাদকর্মীরা ভাঙ্গা মসজিদ এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭২ ঘণ্টার মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তখন সাংবাদিকরা সড়ক অবরোধ তুলে নেয়।