রাজশাহীতে হাড়ি ঘিরে কৌতুহল

রাজশাহীর পবা উপজেলার মাটির নিচ থেকে পাওয়া হাড়িতে ‘গুপ্তধনের’ সন্ধান পাওয়া গেছে খবরে এলাকায় মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 09:27 AM
Updated : 18 Nov 2020, 09:27 AM

উপজেলার হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালম আজাদ জানান, তার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে বুধবার সকালে একটি কবরস্থানে সংষ্কার কাজ চলার সময় মাটির হাড়িটির পাওয়া যায়। 

তিনি বলেন, “সকালে কয়েকজন শ্রমিক কবরস্থানের একপাশের মাটি খোঁড়ার সময় একটি বড় মাটির হাড়ির সন্ধান পায়।এ সময় হাড়িতে গুপ্তধন পাওয়া গেছে খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত মানুষ সেটি দেখতে ভিড় জমায়; তবে হাড়িটির মধ্যে কিছু পাওয়া যায়নি।হাড়িটির উচ্চতা প্রায় ৩ ফিট ও পরিধি ৮ ফিট।”

হাড়িটির ভেতরে কিছু আছে কি না তা জানতে পুলিশের উপস্থিতিতে মাটি থেকে বের করার চেষ্টা করা হয়। এ সময় হাড়িটি ভেঙ্গে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।

আবুল কালাম জানান, যতদূর জানা যায় প্রায় শত বছরের পুরোনো এ কবরস্থান এক সময় রাধার ভিটে নামে পরিচিত ছিল। রাধা নামের একজন হিন্দু ব্যক্তির বসতি ছিল সেখানে। সে বসতি বিলুপ্ত হওয়ার পর কালের পরিবর্তেনে সেখানে এলাকার কবরস্থান গড়ে তোলা হয়।