বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বরগুনায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 09:14 AM
Updated : 18 Nov 2020, 09:17 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান রায় দেন বলে আদালতের পিপি জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল মালেক (২৫) বরগুনা উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

নারী ও শিশু আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আমতলী এ কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসামি মালেক।

২০০৯ সালের ৩০ জুন বিয়ের ব্যাপারে কথা আছে বলে ওই ছাত্রীকে খবর দেন তিনি।

সরল বিশ্বাসে এলাকার এক পুকুর পাড়ে বসে কথা বলার সময় ইচ্ছার বিরুদ্ধে ওই ছাত্রীকে ধর্ষণ করেন মালেক।

এ ঘটনায় মালেকসহ তার বাবা ও মাকে আসামি করে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই আইয়ুব আলী শরীফ মালেককে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেন।

মামলায় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষী উপস্থাপন করেন। আসামির পক্ষে একজন সাফাই সাক্ষী দিয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আশরাফুল আলম শিল্পী এবং আসামি পক্ষে ছিলেন আবদুর রহমান নান্টু।