ফরিদপুরে সাংবাদিক গৌতম হত্যার পঞ্চদশ বার্ষিকী পালিত

ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডের পঞ্চদশ বার্ষিকী পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 09:19 AM
Updated : 17 Nov 2020, 09:40 AM

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন সংগঠনসহ নিহতের পরিবার নানা কর্মসূচি গ্রহণ করেছে।

২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরের নিলটুলী মুজিব সড়কে স্মরণী মার্কেটে দৈনিক সমকাল ব্যুরো অফিসে গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ হত্যার প্রতিবাদে মুখর হয়ে ওঠে সাংবাদিকসহ ফরিদপুরের সর্বস্তরের মানুষ।

২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে নয়জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তিনি।

গৌতম দাস আগে দৈনিক প্রথম আলোর ফরিদপুরে জেলা প্রতিনিধি ছিলেন। ২০০৫ সালের অগাস্ট মাসে নিজস্ব প্রতিবেদক হিসেবে দৈনিক সমকালের ফরিদপুর অফিসে যোগ দিয়েছিলেন।

সমকাল পত্রিকার ফরিদপুর অফিস প্রধান হাসানউজ্জামান বলেন, সকাল সাড়ে ১০টায় চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পার্ঘসহ শ্রদ্ধা নিবেদন। এছাড়া তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টায় চন্ডিদাসদী গ্রামে গৌতমের বাড়ির চত্বরে সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন ছাড়াও দুপুরে নিহতের বাড়িতে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।