আধিপত্যের বিরোধ: মাগুরায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2020, 07:16 AM
Updated : 17 Nov 2020, 07:16 AM

উপজেলার নন্দলালপুর গ্রামে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান।

নিহত জাকির হেসেন লিটন (৪০) নন্দলালপুর গ্রামের মুন্সী মো. মনসুর আলীর ছেলে।

নিহতের স্ত্রী হেলেনা বেগম বলেন, “জাকিরের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শরিফুল ইসলাম শরির বিরোধ চলে আসছিল। ২০০৮ সালে শরিফুল জাকিরের জমি দখল ও বাড়িঘর ভাংচুর লুটপাট করলে এ বিরোধ আরও  বেড়ে যায়।“

জাকিরের ভাতিজা মেহেরাব হাসান বলেন, “সোমবার দুপুরে কলাক্ষেতে পানি দেওয়া নিয়ে শরিফুলের সঙ্গে জাকিরের আবার বিরোধ সৃষ্টির হয়। এর জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শরিফুল ও তার সমর্থকেরা বাড়ির পাশে চায়ের দোকানে বসা অবস্থায় জাকিরের উপর হামলা চালায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।”

ওসি বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় জাকির হোসেন লিটন খুন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত হয়েছে।