চলন্ত ট্রেনে ‘পাথর ছুঁড়ে’ ধরা পড়ল ২ তরুণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 01:22 PM
Updated : 16 Nov 2020, 01:22 PM

রোববার সন্ধ্যায় স্টেশনের আউটার থেকে পাথরসহ তাদের ‘হাতেনাতে’ আটক করা হয় বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানিয়েছেন।

আটক দুই তরুণ হলেন আখাউড়া উপজেলার আলাউদ্দিন (২৩) ও নবীনগর উপজেলার জাবেদ মিয়া (২১)।

বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে।  

ওসি সাকিউল আজম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।

“ট্রেনটি উত্তর আউটার সিগন্যাল এলাকা অতিক্রমের সময় ওই দুই তরুণ পাথর ছুড়ে মারে। এই সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা পাথরসহ তাদের আটক করেন।”

এই ঘটনায় ওই দুই তরুণের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়।

সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাকিউল আজম।