নবান্নে মেতেছে বগুড়ার চিথুলিয়া গ্রাম

নতুন ধানের আগমনে নানা আয়োজনে নবান্ন উৎসব করেছেন বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামবাসী।

জিয়া শাহীন বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 12:52 PM
Updated : 16 Nov 2020, 12:59 PM

পিঠা তৈরিতে ঢেকিতে চালের গুঁড়ো করা, পিঠা বানানো, গুড়ের পায়েস রান্না ছাড়াও আয়োজনের মধ্যে থাকে ঐতিহ্যবাহী নাচ-গান।

নতুন ধান আসার পর প্রতিবছর এই উৎসব করেন গ্রামবাসী।

সোমবার চিথুলিয়া গ্রামের গিয়ে নবান্ন উৎসবে মেতে ওঠা মানুষের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির।

এই গ্রামের ভুট্টো মিয়া বলেন, “নুতন সানল্ল্যা চাল (পোলাওয়ের চাল) গুড় দিয়ে পায়েশ রান্না করে নিজের পরিবার ও প্রতিবেশীদের নিয়ে একসাথে খেয়েছি।”

একই গ্রামের বাদশা মিয়া বলেন, “পায়েশ খাওয়ার পর ছেলেমেয়ে মিলে সকালে ‘গীত-গান’ গেয়েছি। পাড়া প্রতিবেশী গীত শোনার জন্য ভিড় জমিয়েছিল। নবান্ন উৎসবে আমরা নুতন ধানের খিড়, দুধ পিঠা, কুশলী পিঠা, চিতই পিঠা খেয়ে থাকি। খুবই ভালো লাগে।”

চুম্বলী বেওয়া বলেন, “নবান্নে বাদশা, আমি ও জাহানারা একসাথে নেচে গীত গাই। নবান্ন উৎসব খুবই ভালো লাগে। আমরা গরীব মানুষ নবান্ন পালন করলেও গ্রামের ধনীরা কম পালন করে।”

শরিফুন বেগম জানান, “বিকালে পিঠা তৈরি করব; তাই অন্যের বাড়িতে ঢেঁকি দিয়ে আটা তৈরি করতে এসেছি।”

চিথুলিয়া বড়বাড়ীর স্কুলছাত্রী তাসনুভা ফাওজিয়া সুহা বলেন, “শহর থেকে দাদার বাড়ি এসেছি নবান্নের জন্য। প্রতিবছরই নবান্নে পিঠা খেয়ে মজা করি। আত্মীয়-স্বজনদের নবান্না উপলক্ষ্যে নিমন্ত্রণ করা হয়। সবাই মিলে আনন্দ ফূর্তি করি। এপাড়া-ওপাড়া ঘুড়ে বেড়াই।”

গ্রামের প্রায় বাড়িতেই নবান্নে আনন্দ হয় বলে জানান তিনি।