পাবনায় যুবলীগ নেতার বিরুদ্ধে ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ

পাবনায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক ভ্যানচালককে নির্যাতন করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 06:16 PM
Updated : 15 Nov 2020, 06:16 PM

সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন সরদারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের যশমন্তদুলিয়া গ্রামের মসজিদ পাড়ার ইউনুস আলী ইনু।

ইনু বলেন, তার ছেলে শাকিল রোববার সকালে ৭২ হাজার ৭০০ টাকা নিয়ে ব্যাটারিচালিত ভ্যান কিনতে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে শাহিন সরদার তার লোকজন নিয়ে তাকে মারধর করেন। তারপর তারা শাকিলের টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যান।

শাকিলকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “শাকিলের অবস্থা খুব ভাল না। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। শাকিল একটু সুস্থ হলে আমরা থানায় মামলা করব।”

তবে শাহিন সরদার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে জড়ানো হচ্ছে। শাকিলকে এলাকার লোকজন মেরেছে। আমি মারার সময় ছিলাম না।”