পিটিয়ে-পুড়িয়ে হত্যা: মুয়াজ্জিন আফিজ ৫ দিনের রিমান্ডে

লালমনিরহাটে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার মামলায় বুড়িমারী জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 12:15 PM
Updated : 15 Nov 2020, 12:15 PM

লালমনিরহাটের আমলি আদালত ৩-এর বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌসী বেগম রোববার এই আদেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী।

মুয়াজ্জিন আফিজ (৫৫) জেলার পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার ফইমুদ্দিনের ছেলে। তিনি বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

হত্যার ঘটনায় জুয়েলের চাচাত ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন।

ঘটনাস্থলের ভিডিও দেখে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক মাহমুদুন্নবী বলেন, শনিবার বিকালে মুয়াজ্জিনকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।

এ নিয়ে এ ঘটনায় ১১ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের মধ্যে মামলার ১ নম্বর আসামি বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ও মসজিদের খাদেম জোবেদ আলীসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: