চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনালী ব্যাংক থেকে তিন অস্ত্রধারী আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 11:01 AM
Updated : 15 Nov 2020, 11:01 AM

রোববার দুপুরে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের উথলী শাখায় এই ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান।

পুলিশ সুপার জাহিদুল বলেন, দুপুর দেড়টার দিকে মাথায় হেলমেট পরা তিনজন যুবক গ্রাহক বেশে ব্যাংকে আসে। এসেই তারা দাড়োয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ভেতরে ঢোকে। পরে ব্যাংক কর্মকর্তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।

“এরপর তারা ব্যাংকের ক্যাশ কাউন্টারে থাকা আট লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়।”

খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ব্যাংকে গিয়ে খোঁজখবর নেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, অস্ত্রধারী তিন যুবক একটি মোটরসাইকেলে চড়ে ব্যাংকের ভেতরে ঢুকেই ভেতর থেকে গেট বন্ধ করে দেয় এবং অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

চলে যাওয়ার সময় তারা বাইরে থেকে গেট বন্ধ করে এক মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় বলে তিনি জানান।