পাবনায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর ওপর হামলা

পাবনার বেড়া উপজেলা পরিষদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল হক বাবুর ওপর হামলা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 03:18 PM
Updated : 14 Nov 2020, 03:18 PM

বেড়া বাসস্ট্যান্ড এলাকায় সিঅ্যান্ডবি মোড়ে শনিবার সন্ধ্যায় এই হামলা হয় বলে বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান জানান।

তিনি বলেন, “কতিপয় লোক হামলা চালিয়েছে। সেখানে কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরর মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য হয়। এ আসনে দলীয় মনোনয়ন পান জাতসাখিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু।

হামলায় ৩০টি গাড়ি ভাংচুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

তার অভিযোগ, দলের ভেতরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে।