আখাউড়া স্থলবন্দর শনিবার বন্ধ

হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে একদিনের ছুটি দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 06:50 AM
Updated : 14 Nov 2020, 06:50 AM

শনিবার দেশের শতভাগ রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানির কার্যক্রম বন্ধ রয়েছে।

করোনাভাইরাসের কারণে গত এপ্রিল মাস থেকেই আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দুইদেশে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ক্যাটাগরির ভিসাপ্রাপ্তদের আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, কালীপূজা উপলক্ষ্যে দুইদেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

“আগামী রোববার থেকে যথারীতি পণ্য রপ্তানি কার্যক্রম চলবে।”

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, মাছ ও ফলমূলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়। এসব পণ্য আগরতলা থেকে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।