গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে ও নাতিসহ ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে ও নাতিসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 05:07 PM
Updated : 13 Nov 2020, 05:07 PM

তারা হলেন- উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে গ্রামের মো. সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৮), ছেলে আজাউল হক (৩৬) ও আজাউলের ভাতিজা সুজন মিয়া (১৩)।

শুক্রবার সন্ধ্যার একটু আগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্যাহিল জামান।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান রাজু বলেন, রেখা বাড়ির পাশে ক্ষেতে শাক তুলতে গিয়েছিলেন। জমিতে ছিঁড়ে পড়ে থাকা পিডিবির বিদ্যুৎ লাইনের তার তার পায়ে জড়িয়ে যায়। তার চিৎকার শুনে সুজন দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে সুজনের চাচা আজাউল গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

“রেখা ও ছেলে আজাউল ঘটনাস্থলে মারা যান। সুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।”

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্যাহিল।