করোনাভাইরাসে দিনাজপুরে নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু

দিনাজপুরে নয় দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 03:08 PM
Updated : 12 Nov 2020, 03:08 PM

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান।

আমিনা খাতুন (৫২) দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।

এর আগে গত ৩ নভেম্বর করোনাভাইরাসে রহিমা খাতুন (৪৫) নামে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের আরেক ইন্সট্রাক্টরের মৃত্যু হয়।

দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নার্সিং ইন্সট্রাক্টর আমিনা খাতুন ২১ অগাস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

দিনাজপুরে কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স, পুলিশসহ ৮৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।