কিশোরগঞ্জে হত্যার ঘটনায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

কিশোরগঞ্জে হত্যার ঘটনায় এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 06:09 PM
Updated : 11 Nov 2020, 06:10 PM

আটক ইয়াকুব সুমন কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ফারহান মাসুদ বিজয় (২০) নামে এক তরুণ নিহত হওয়ার ঘটনায় ওই দিনই এই কাউন্সিলরসহ দুইজনকে আটক করেন তারা।

ওসি বলেন, এখন পর্যন্ত কেউ মামলা না করায় বুধবার দুইজনকে সন্দেহভাজন আসামি হিসেবে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয় বলে আদালত পুলিশের পরিদর্শক এসআই হাম্মাদ হোসেন জানান।

আটক অপর ব্যক্তির নাম মনির (২২) বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

সোমবার বিকালে পৌরশহরের আখড়াবাজার ও নগুয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় মাসুদ আহত হন। তাকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে, পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত মাসুদ শহরের নগুয়া প্রথম মোড়ের আব্দুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি জেলার নিকলী উপজেলার কুমারপাড়ায়। চলতি বছর তিনি নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।