নওগাঁয় ক্লিনিক সিলগালা, আরও ৪ ক্লিনিককে জরিমানা

নওগাঁয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরিবেশ না থাকায় সিলগালা করার পাশাপাশি আরও চারটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 04:10 PM
Updated : 11 Nov 2020, 04:10 PM

জেলার ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ জানান, বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালানোর সময় তাদের এই জরিমানা করা হয়।

তিনি বলেন, সৌদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসার পরিবেশ না থাকায় সিলগালা করা হয়। তাছাড়া নওগাঁ শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১০ হাজার টাকা, একই ধরনের অনিয়মের কারণে মান্দা ক্লিনিককে পাঁচ হাজার, মেট্রো হাসপাতালকে পাঁচ হাজার টাকা আর শাহ নার্সিং হোমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া শাহ নার্সিং হোমকে এক মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রফিকুল আলম।

জেলার সিভিল সার্জন এবিএম আবু হানিফ, জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি আতোয়ার রহমান খোকা সে সময় উপস্থিত ছিলেন।