চাঁদপুরে ‘সর্বহারা পরিচয়ে ৩০ চিকিৎসককে হত্যার হুমকি’

চাঁদপুরে ‘সর্বহারা পার্টির পরিচয়ে’ অন্তত ৩০ জন চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 03:41 PM
Updated : 11 Nov 2020, 03:41 PM
তাদের দাবি মতো টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও চিকিৎসকদের অভিযোগ।  

এই ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা এই জেলা থেকে বদলির আবেদন করছেন বলে সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানান।  

চাঁদপুরের সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ বলেন, গত কয়েক দিনে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে মোবাইল ফোনে হাজীগঞ্জ, হাইমচর, শাহরাস্তি, মতলব উত্তর ও মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।

“চাঁদা না দেওয়া হলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।”

এসব ঘটনায় অনেক চিকিৎসক ঘাবড়ে গিয়েছেন উল্লেখ করে তিনি জানান, “অনেকেই বদলির জন্য আমার কাছে আবেদন করেছেন। বিষয়টি আমি ইতমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরসহ চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানকে লিখিতভাবে জানিয়েছি। পুলিশ আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে।”

মোবাইল ফোন গত ৫ দিনে এসব চাঁদা দাবি করা হয় বলে সিভিল সার্জন জানান।

সিভিল সার্জন বলেন, হাইমচর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন রায়হানকে গত ৭ নভেম্বর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ০১৮১৪৫৭২৮৯০ নম্বর থেকে বেশ কয়েকবার ফোন করে নিজেকে সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করে এক ব্যক্তি। চাঁদা  না দিকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

“এরপরই একই হাসপাতালের ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস, ডা. নাজমা আহমেদকেও একই নম্বর থেকে ফোন দিয়ে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে তাদেরকেও হত্যার হুমকি দেওয়া হয়।”

এই ঘটনায় গত ৯ নভেম্বর হাইমচর থানায় তারা একটি সাধারণ ডায়েরি করেন বলে সিভিল সার্জন জানান।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার বলেন, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”

চিকিৎসকদের অফিস ও বাসবভনে পুলিশের টহল আগের চেয়ে আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।