সাতক্ষীরার তালার সাংবাদিক নজরুল মারা গেছেন

যকৃত ও হৃদরোগে ভুগে সাতক্ষীরার তালা উপজেলায় ভোরের কাগজ প্রতিনিধি নজরুল ইসলাম মারা গেছেন।  

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 02:26 PM
Updated : 11 Nov 2020, 02:26 PM

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তার মৃত্যু হয় বলে তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু জানান।

৪৮ বছর বয়সী তালা প্রেসক্লাবের এই সহ-সভাপতি তালার জাতপুরের আনসার আলী ফকিরের তৃতীয় সন্তান। চার ভাই তিন বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন।

নজরুলের পরিবারের বরাত দিয়ে তার সহকর্মী সেলিম হায়দার বলেন, বুধবার মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরন করেন।

“নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত যকৃত ও হৃদরোগে ভুগছিলেন। এর আগে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।”

নজরুল স্ত্রী ও এক ছেলেসহ বহু স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

নজরুলের মৃত্যুতে সংসদে সাতক্ষীরা-১ আসনের সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার গভীর শোক প্রকাশ করেছেন।