মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে ২ মেয়েরও প্রাণ গেল

পঞ্চগড়ে বৃদ্ধা মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে তার দুই মেয়েও মারা গেছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 11:22 AM
Updated : 11 Nov 2020, 11:45 AM

বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের খলিফাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

মঙ্গলবার সকালে খলিফাপুর গ্রামের প্রয়াত প্রাণ কিশোর বর্মণের স্ত্রী পঞ্চমী বেওয়া (৯০) মারা যান।

সন্ধ্যায় মারা যান পঞ্চমী বেওয়ার দুই মেয়ে স্বরজনি বালা রায় (৫০) ও চৈতি রানী (৩০)।

স্বরজনি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের স্ত্রী ও চৈতি রানী রায় (৩০) ঠাকুরগাঁও সদরের ফারাবাড়ির পলাশ চন্দ্র রায়ের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাতে চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জাকারিয়া হাবিব জানান, পঞ্চমী বেওয়া ছয় মেয়ে ও দুই ছেলের জননী ছিলেন। মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় পঞ্চমী বেওয়া মারা যাওয়ার পর তার ছয় মেয়ে স্বামীর বাড়ি থেকে তাকে দেখতে আসেন। দিনভর তারা মায়ের জন্য কান্নাকাটি করেন। বিকালে পঞ্চমীর লাশ বাড়ির পাশের শ্মশানে দাহ করা হয়।

তিনি বলেন, স্বামীর বাড়ি ফেরার প্রস্তুতি নিতে গিয়ে বুকের ব্যথায় অচেতন হয়ে পড়েন সবচেয়ে ছোট মেয়ে চৈতি রানী। তাকে একটি মাইক্রোবাসে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। ওই মাইক্রোবাসে স্বরজনি বালাও যাচ্ছিলেন। পথে গাড়ির মধ্যে স্বরজনিও অচেতন হয়ে পড়েন।

“এরপর ঠাকুরগাওঁ হাসপাতলে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে মাইক্রোবাসে দুই বোনের মৃত্যু হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।”

পঞ্চমী বেওয়ার নাতি কামিনী কুমার রায় বলেন, “পরিবারে আকস্মিক এমন ঘটনায় আমরা হতবাক হয়েছি।”

আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।