ঝিনাইদহে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

ঝিনাইদহের ১১ বছর আগের একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 10:45 AM
Updated : 11 Nov 2020, 10:45 AM

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম জি আজম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত আসাদুজ্জামান লিটন যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধিন ধান্যখোলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।

রায় ঘোষণার সময় লিটন আদালতে উপস্থিত ছিলেন না বলে আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল খালেক জানান।

যবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালের ১২ জানুয়ারি দুপুরে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে অভিযান চালিয়ে লিটনকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে একশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

লিটনকে জিজ্ঞসাবাদে সে জানায় যে, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মো. ইমরানের কাছ থেকে এ হেরোইন কিনেছে। আর এ হেরোইন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীরের কাছে বিক্রি জন্য এনেছে।

পরে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

অপরাধ প্রমাণিত না হওয়ায় মো. ইমরান ও জাহাঙ্গীর নামের দুজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি এডভোকেট আব্দুল খালেক।