নওগাঁয় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই

নওগাঁয় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 10:02 AM
Updated : 11 Nov 2020, 10:02 AM

মঙ্গলবার গভীর রাতে জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এসআর টায়ার রিসলিং পোন্ড পেস্টিং এর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

“আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।”

এতে পাঁচটি দোকান পুড়ে ‘প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি’ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বাসস্ট্যান্ড এলাকায় মার্কেটে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর পৌঁছালে তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় এনামুল হকের হোটেল ও মুদি দোকান, শাহ আলমের টায়ার রিসোলিং দোকান, শফিকুল ইসলামের মুদি দোকান, মান্নানের মিষ্টির দোকান ।

এতে এসব দোকানে থাকা মালামাল সব আসবাবপত্র, টেবিল চেয়ার, ফ্যান, ফ্রিজ, টায়ার টিউব, খাবার পুড়ে ছাই হয়ে যায়।

বিসমিল্লাহ হোটেলের মালিক এনামুক হক বলেন, দুইটি দোকানের ওপর আমার পাঁচজনের পরিবারের সংসার চলত। আমি এখন নিঃস্ব।

গত দুই দিন আগে দোকান দু’টি ‘৭০ হাজার’ টাকা খরচ করে মেরামত করেছিলেন তিনি। দু’টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার নগদ এক লাখ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলছেন তিনি।