আখাউড়ায় ‘মর্টার শেল’ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি ‘মর্টার শেল’ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 09:32 AM
Updated : 11 Nov 2020, 09:34 AM

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, বুধবার দুপুরে উপজেলা সদরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকার একটি ভাঙারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, আখাউড়ায় রেলপথের কাজ করার সময় তমা কন্সট্রাকশন কোম্পানির শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেলটি পায় এবং পরে তা ভাঙারির দোকানে বিক্রি করে দেয়। খবর পেয়ে পুলিশ্ ওই ভাঙারির দোকানে অভিয চালিয়ে মর্টার শেলটি জব্দ করে।

মর্টার শেলটির ওজন প্রায় ৩৫ কেজি বলে জানান ওসি।

ভাঙারি দোকানের মালিক আলমগীর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের এক শ্রমিক মর্টার শেলটি বিক্রি করেছেন। দোকানের কর্মচারীরা লোহা মনে মর্টার শেলটি ক্রয় করে।