কাপ্তাই হ্রদে প্রাণ গেল দুই কিশোরের

রাঙামাটি শহর লাগোয়া কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোর।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 08:45 AM
Updated : 11 Nov 2020, 08:45 AM

বুধবার দুপুরে শহরের কেরাণী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাঙলোর কাছে কাপ্তাই হ্রদের জলে স্নান করতে নামে তারা।

নিহত দুইজনের মধ্যে আদনান (১৪) রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে এবং অপরজন তার বন্ধু অঙ্কন (১৫)।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, দুপুর পৌনে ১টার দিকে আমরা খবর পাই, শহরের কেরাণী পাহাড় এলাকায় দুই কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।

“দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যেই একজন এবং আরো ৫ মিনিট পরে অন্যজনকে উদ্ধার করে আমাদের ডুবরিরা।”

তাদের সাথে সাথেই রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা জেনেছি দুই কিশোর বন্ধু খেলা শেষে গোসল করার জন্য পানিতে নেমেছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

“এখন তাদের পরিবারের সাথে কথা বলে মৃতদেহ হস্তান্তর করা হবে।”

কাপ্তাই হ্রদের নামার পর দীর্ঘক্ষণ তাদের খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।