জামালপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় জামালপুর শহরে আটজনসহ  দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 08:28 AM
Updated : 11 Nov 2020, 08:28 AM

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীন।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি না মানায় সকালে শহরের বাজারে আরএফএল শো রুমকে পাঁচ হাজার এবং তমালতলার রংধনু বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ সময় মাস্ক ব্যবহার না করায় আট পথচারীকে আরো দুই হাজার ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইবনুল আবেদীন।

এ অভিযানের সময় তার সাথে র‌্যাব ও পুলিশ ছিল।